মৃত্যুদের জীবন দেওয়ার সাথে সম্পর্কিত মসীহের আরেকটি ক্ষমতা হল শেষ বিচারে মৃতদের বিচার করার জন্য তার কর্তৃত্ব। সূরা যুখ্রুফ ৪৩:৬১ আয়াতে এর ইঙ্গিত আছে যখন বলা হয় যে ঈসা মসীহ্ হলেন ‘কিয়ামতের নিশ্চিত নিদর্শন’। এই ‘নিদর্শন’-এর বিস্তারিত বর্ণনা ইঞ্জিলে আছে যে ঈসা মসীহ্ কিয়ামতে দুনিয়াতে ফিরে এসে সমস্ত জাতিদের বিচার করে জান্নাতি এবং জাহান্নামীদের ভাগ করবেন (মথি ২৫:৩১-৩২)।